
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম
ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না বলে সরকারকে সতর্ক করেছেন।
বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করা উচিত নয়। তিনি অভিযোগ করেন, চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, চিন্ময়ের জামিন কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো?
ন নিয়ে আইনি প্রক্রিয়া
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বুধবার (৩০ এপ্রিল) জামিন দেন হাইকোর্ট।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন আদেশ স্থগিত করেন। তবে কিছুক্ষণ পর স্থগিতাদেশ প্রত্যাহার করে রোববার (৪ মে) রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন।
চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানান, চেম্বার আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। ওই দিন আদালত চিন্ময় দাসের আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেবেন।
এই পরিস্থিতিতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সতর্কবার্তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় আগ্রাসনের বিষয়ে তার মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।