
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ০১:২০ পিএম

ছবি : সংগৃহীত
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে শ্রমিক সমাবেশ আয়োজন করেছে বিএনপি। দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে শুরু হবে এ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবিসমূহ তুলে ধরে ১২ দফা দাবি ঘোষণা করবে শ্রমিক দল। এ উপলক্ষে রাজধানীজুড়ে প্রচার চালানো হয়েছে, লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। শিল্পাঞ্চল থেকেও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, এবারের মে দিবস হবে ঐতিহাসিক। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন সভাপতিত্ব করবেন সমাবেশে এবং শ্রমজীবী মানুষের সমস্যা তুলে ধরে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নেতারা আশাবাদী, এই সমাবেশ হবে বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীদের উপস্থিতিতে সফল ও স্মরণীয়।