Logo
Logo
×

রাজনীতি

বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম

বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

রাজনীতি মাঝেমধ্যে হিন্দু–মুসলমানকে আলাদা করে দেয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বিভাজন থেকে বেরিয়ে আসতে হলে আমাদের বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকায় শনিদেব মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা একসঙ্গে লড়াই করেছি। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান—এসব কখনো মাথায় আসেনি। দুর্ভাগ্যজনকভাবে আজ রাজনীতি মাঝেমধ্যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। এটা পরিহার করে আমাদের ঐক্যের রাজনীতিতে ফিরে যেতে হবে।

তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর। তবে সাম্প্রতিক সময়ে মন্দির কমিটির সঙ্গে কিছু দূরত্ব তৈরি হয়েছে বলে আক্ষেপ করেন তিনি। কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মল্লিককে উদ্দেশ করে বলেন, রাজনীতিতে যুক্ত হওয়া কোনো পাপ নয়। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তাই বলে সম্পর্ক ছিন্ন করা ঠিক নয়।

পুরোনো দিনের কথা স্মরণ করে ফখরুল বলেন, আশ্রমপাড়ার দুর্গাপূজা, ঘোষপাড়ার হিন্দুদের অংশগ্রহণ, নাটকে অংশগ্রহণ—সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ ছিল, যা এখন আর নেই। সেই সহাবস্থান ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে হবে।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আস্থার বার্তা দিয়ে তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের দুঃখ মানে আমাদের দুঃখ, আপনাদের সুখ মানে আমাদের সুখ।

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের চরণ উদ্ধৃত করে তিনি বলেন, হৃদয়কে প্রসারিত করতে হবে, ছোট দুঃখ তুচ্ছ করতে হবে। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে হবে। তাহলেই সমাজে শান্তি ও সহনশীলতা ফিরে আসবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তি তৈরি করছে। আমি নিজে ফেসবুক দেখি না, কারণ সেটি অনেক সময় সমাজকে অস্থির করে তোলে, বলেন ফখরুল।

শেষে তিনি বলেন, চলুন, ভেদাভেদ ভুলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি—যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন