BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৭ পিএম

Swapno

রাজনীতি

বাংলাদেশে শক্তিশালী ও গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন : মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:১৭ এএম

বাংলাদেশে শক্তিশালী ও গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

চীন সবসময় একটি শক্তিশালী বাংলাদেশ এবং একটি সুসংহত গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত সোয়া ৭টার দিকে বৈঠকটি শেষ হয়।

বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি ছিল দুই রাজনৈতিক দলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। তবে বিগত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের সময়ে সেই সম্পর্ক এগোয়নি। এখন আবার পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হয়েছে এবং তা আরও গভীর হচ্ছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, চীনা কমিউনিস্ট পার্টি কিংবা চীন সরকার সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে তারা জানতে চেয়েছিল বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি এবং সামগ্রিক অবস্থা সম্পর্কে। আমরা তাদের সেই বিষয়ে অবহিত করেছি।

তিনি আরও বলেন, চীন সবসময় বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও একটি শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশের পক্ষে রয়েছে। তারা চায় বাংলাদেশ উন্নত হোক এবং জনগণ সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করুক।

বিএনপি মহাসচিব জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, “ভালো আলোচনা হয়েছে, সফল বৈঠক হয়েছে।”

বিএনপির পক্ষ থেকে বৈঠকে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন—স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার।

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর প্রধান পেং জিউবিন। তাঁর সঙ্গে ছিলেন ব্যুরোর উপপরিচালক চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, কর্মকর্তা ঝাং গুইউ এবং ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিএনপির চিন্তাভাবনা সম্পর্কে অবহিত হয়েছি। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে চীনের কোনো হস্তক্ষেপের ইচ্ছা নেই। সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে সফররত চীনা প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারির শেষদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে সাতটি রাজনৈতিক দলের ও ছাত্রনেতাদের সমন্বয়ে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করেছিল।

এছাড়া, একইদিন ওয়েস্টিন হোটেলেই চীনা প্রতিনিধি দলের নেতা পেং জিউবিনের সঙ্গে বৈঠক করেন ১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বিএনপি মির্জা ফখরুল চীন গণতান্ত্রিক পরিবেশ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com