
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১২:৩৭ এএম
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল ‘জনতা পার্টি বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রণী মুখ ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ ঘটে। ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগানে পথচলা শুরু করা দলটির চেয়ারম্যান হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই, আর সেক্রেটারি জেনারেলের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
দলটি জানায়, মুক্তিযুদ্ধ ও ২৪-এর চেতনায় বিশ্বাসী হয়ে তারা গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, রাজনীতি আমার জন্য নতুন কিছু নয়। অনেক দিন ধরেই জনসেবায় আছি, এবার সেটাকে একটি সংগঠিত কাঠামোতে আনছি। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটিও প্রকাশ করা হয়েছে। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান পদে আছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং নির্মল চক্রবর্তী।
এছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু রয়েছেন।
সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন নূরুল কাদের সোহেল। সহ-সমন্বয়কারীরা হলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।
নেতারা জানান, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। ‘জনতা পার্টি বাংলাদেশ’ সেই আস্থার জায়গা পূরণে বিকল্প নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছে।