BETA VERSION সোমবার, ০৭ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম

Swapno

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন দিন, জনগণ ইসির সদিচ্ছা বুঝুক : শফিকুর রহমান

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচন দিন, জনগণ ইসির সদিচ্ছা বুঝুক : শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকারের অনেক স্থানে প্রতিনিধি না থাকায় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ের জন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিক বলেন, সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যেখানে উচ্চকক্ষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হবে বলা হচ্ছে। তাহলে নিম্নকক্ষও কেন একই পদ্ধতিতে নির্বাচন হবে না? একই দেশে দুই ভিন্ন পদ্ধতির প্রয়োজনীয়তা কোথায়?—বলে প্রশ্ন রাখেন তিনি। তিনি আরও বলেন, বিশ্বের ৬২টি দেশ এবং ইউরোপের ২৬টির মধ্যে ১৬টি দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে সফলতা পাচ্ছে। তাহলে আমাদের দেশে তা প্রযোজ্য হবে না কেন?

দেশে জমা দেওয়া সাম্প্রতিক এক সংস্কার রিপোর্ট নিয়ে তিনি বলেন, সেই রিপোর্টে কুরআন ও সুন্নাহর পরিপন্থী সুপারিশ রয়েছে, যা জনগণের প্রতিনিধিত্ব করে না। এসব প্রস্তাব বাতিল করতে হবে। এ সময় দেশে ফিরে প্রধান উপদেষ্টার প্রতি সংশ্লিষ্ট রিপোর্ট বাতিলের আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক দুর্নীতির প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে—এই তথ্য ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ টাকা জনগণের, যা দেশে ফিরিয়ে আনতে হবে। সেইসাথে দুর্নীতিবাজদের দেশে ফেরত পাঠাতে হবে।

ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শোষণ, জুলুম, বৈষম্য থাকবে না। যেখানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না। বিচার হবে ন্যায়ের ভিত্তিতে এবং আল্লাহর বিধান অনুসারে। কুরআনের রাষ্ট্র কায়েম হলে অপরাধ করে কেউ পার পাবে না।

রমজান পরবর্তী বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রমজানে কিছুটা স্বস্তির পর বাজার আবার উত্তপ্ত। সরকারকে বাজার নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।  

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ময়মনসিংহ নির্বাচন জামায়াত

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com