Logo
Logo
×

রাজনীতি

জাতীয় ঐকমত্য নিয়ে তাড়াহুড়ো নয়, সময় নিয়ে আলোচনা চায় বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

জাতীয় ঐকমত্য নিয়ে তাড়াহুড়ো নয়, সময় নিয়ে আলোচনা চায় বিএনপি

সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বিএনপির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো করতে চায় না বিএনপি। দলটির মতে, বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং রাষ্ট্রীয় ও সংবিধানিক গুরুত্বপূর্ণ ইস্যু, তাই সময় নিয়ে গভীর আলোচনার প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রতিনিধি দলের প্রধান সালাহউদ্দিন আহমেদ সূচনা বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আলোচনা দ্রুত শেষ করতে চাই না কারণ এটা রিপাবলিকের, রাষ্ট্রের ও সংবিধানের বিষয়। জাতীয় জীবনে এর প্রভাব থাকবে বলেই সময় নিয়ে স্পষ্টভাবে আলোচনা করছি।

তিনি জানান, কমিশনের পক্ষ থেকে উপস্থাপিত স্প্রেডশিট নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বরং তারা কমিশনের বিস্তারিত রিপোর্টের ওপর দফা ওয়ারি আলোচনা চালিয়ে যাচ্ছেন, যা আজকের মধ্যেই শেষ করতে চান।

বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী। সুপ্রিম কোর্টে সচিবালয় গঠনের সুপারিশকে আমরা সমর্থন করি, তবে সব উদ্যোগ যেন আইনানুগ ও সাংবিধানিক হয়।

বৈঠকে বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আলোচনায় অংশ নেওয়া বিএনপির প্রতিনিধি দলে ছিলেন— স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। 

বিএনপি বার্তা দিয়েছে— এটি কোনো দলীয় এজেন্ডা নয়, বরং রাষ্ট্র গঠনে সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণের একটি বড় সুযোগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন