BETA VERSION বুধবার, ০৯ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ০৩:৪২ এএম

Swapno

রাজনীতি

পারভেজ হত্যাকাণ্ড নিয়ে ছাত্রদল অপপ্রচার করছে : উমামা ফাতেমা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম

পারভেজ হত্যাকাণ্ড নিয়ে ছাত্রদল অপপ্রচার করছে : উমামা ফাতেমা

সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রদল শুধু এই ঘটনায় রাজনৈতিক সুবিধা নিতে চাইছে না, বরং গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তিকেও কলঙ্কিত করার অপচেষ্টা করছে।

রোববার (২০ এপ্রিল) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। এ সময় তিনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, “গত ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এই নির্মম ঘটনায় আমরা গভীর শোক জানাচ্ছি ও তার পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ঘটনাটিকে মোড় ঘোরাতে চাইছে। এমনকি তারা আমাদের সংগঠনকেই ঘটনার মূল হোতা হিসেবে দোষারোপ করছে, যা চরম অসৎ ও বিভ্রান্তিকর।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রথম পর্যায়ের সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। পরবর্তী ফুটেজে প্রাইম এশিয়ার সাধারণ কিছু শিক্ষার্থী উপস্থিত থাকলেও, তদন্ত না হওয়া পর্যন্ত কারও নাম উল্লেখ করে অভিযোগ করা অনৈতিক ও অগ্রহণযোগ্য।

উমামা ফাতেমা বলেন, “ছাত্রদল বৈষম্যবিরোধীর বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালাচ্ছে। তারা রাজনৈতিক ফায়দা তুলতেই এই পরিস্থিতিকে ব্যবহার করছে। আমাদের দাবি, বিচার হোক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে—যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয়।”

তিনি যোগ করেন, “এই হত্যাকাণ্ড আমাদের সামনে আরও একটি বড় প্রশ্ন তুলে ধরেছে—গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা কতটা নিরাপদ? কেন বারবার সহিংসতা ফিরে আসছে? আমরা চাই সরকার এসব প্রশ্নের জবাব দিক এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করুক।”

সংবাদ সম্মেলনের শেষদিকে উমামা ফাতেমা পারভেজ হত্যার প্রতিবাদে এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পারভেজ হত্যাকাণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল অপপ্রচার উমামা ফাতেমা

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com