
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০১:৩৮ এএম
জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রওশনপন্থী জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটির রওশনপন্থী একটি অংশ।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে রওশনপন্থী নেতাকর্মীরা অভিযোগ করেন, জিএম কাদের অবৈধভাবে দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন ও পদ বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের কাছ থেকে সংগৃহীত চাঁদার অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারেরও অভিযোগ তোলেন তারা।
নেতারা বলেন, “জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত দলের বর্ধিত সভায়ও তার গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের কাছে জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জিএম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে জাতীয় পার্টির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।”
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলী, পাশাপাশি ঢাকা মহানগর শাখা ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে নেতারা বলেন, “দলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”