
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
ফ্যাসিবাদের আর কোনো প্রত্যাবর্তন নয়, এবার জনগণের রাষ্ট্র চাই : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাই এবারের জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে বলেই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠেছিল। সেই ব্যর্থতা যেন আর না হয়—এটাই জাতির প্রতি আমাদের অঙ্গীকার।
তিনি জানান, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়ই এনসিপির আত্মপ্রকাশ। এই দলের মূল ভিত্তি দেশের তরুণ প্রজন্ম। এনসিপি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কেবল ব্যক্তি বা দলের পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের মৌলিক কাঠামোর আমূল সংস্কার ঘটবে।
নাহিদ বলেন, সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে। এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর কারণে বারবার ফ্যাসিবাদের জন্ম হয়েছে। সেই কাঠামো অক্ষুণ্ন রেখে কোনো দল ক্ষমতায় গেলেও স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকেই যাবে।
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো সংস্কার প্রস্তাবগুলোতে এনসিপি অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে। কিছু বিষয়ে আংশিক মতানৈক্য থাকলেও, তা লিখিতভাবে কমিশনে জানানো হয়েছে।
এনসিপি আহ্বায়ক মনে করেন, দেশের সামনে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে একটি নতুন জাতীয় ঐকমত্য ও জুলাই সনদ প্রয়োজন। সেই লক্ষ্যেই কাজ করতে চান তারা।
সংলাপে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং সারোয়ার তুষার।