
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ০৩:২০ এএম
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হওয়া এ বৈঠক এখনো চলমান রয়েছে।
বৈঠকটি পরিচালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে উপস্থিত রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন এবং ড. ইফতেখারুজ্জামান।
এনসিপির পক্ষ থেকে অংশ নিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা এবং যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেল।
বৈঠকের শুরুতে আলী রীয়াজ বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই আন্দোলনের কারণেই আমরা একব্যক্তিকেন্দ্রিক শাসন থেকে মুক্তি পেয়েছি। এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কাজ চলছে এবং জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে।