
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ এএম
নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও সহাবস্থানের শর্ত পূরণ জরুরি : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুনভাবে স্বাধীনতা দিয়েছে। আর এই প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনের আগে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে—মৌলিক সংস্কার, সহাবস্থান ও দৃশ্যমান বিচার। অন্যথায় নির্বাচনের প্রতিশ্রুতি ঠিক থাকবে কি না, তা একমাত্র আল্লাহই জানেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আমরা আমাদের প্রস্তাবিত মৌলিক সংস্কারের বিষয়গুলো সংস্কার কমিশনের কাছে দিয়েছি। এ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তা গণতন্ত্রের ভিত্তি গড়বে না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আসা এই পরিবর্তন জরুরি।
জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে এ সংস্কারের মূল অংশীদার হিসেবে ভূমিকা রাখতে হবে। যদি দলগুলো সহযোগিতা না করে এবং আগের ধাঁচের নির্বাচন হয়, তবে তার দায়ও তাদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে—এতে জনগণের আস্থা ফিরবে এবং শহীদদের আত্মাও শান্তি পাবে।
তৃতীয় শর্ত হিসেবে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ গড়ে তুলতে হবে। আমি জিতলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে অনিয়ম—এই মানসিকতা থেকে সরে আসতে হবে, বলেন তিনি।
এই শর্তগুলো পূরণে সরকারের, রাজনৈতিক দলগুলোর কিংবা সিভিল সোসাইটির উদ্যোগে জাতীয় সংলাপ বা সমঝোতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।