
প্রিন্ট: ০৭ জুলাই ২০২৫, ১১:৫১ পিএম
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে নতুন দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
দলের আহ্বায়ক ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ঘোষণাপত্র পাঠ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ বৈষম্য ও বঞ্চনার শিকার। এই পরিস্থিতি বদলে সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করাই দলের মূল লক্ষ্য।
আ-আম জনতা পার্টির ঘোষিত মূল অঙ্গীকার ও প্রতিশ্রুতি সমূহ:
ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে পরিবর্তনের বার্তা: যোগ্য নাগরিক ও ভোটার তৈরির মাধ্যমে যোগ্য প্রার্থীদের জনপ্রতিনিধি নির্বাচনে উৎসাহ এবং ক্ষমতা কুক্ষিগত না করে বিকেন্দ্রীকরণে অঙ্গীকার।
মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ধারণ: সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, আইনের শাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলা।
অর্থনৈতিক নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সমাজ: উৎপাদনমুখী কৃষি, কর্মমুখী শিক্ষা এবং মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জনের পরিকল্পনা।
পররাষ্ট্রনীতি ও ভূ-রাজনৈতিক কৌশল: সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্ত থেকে শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়ন।
গ্রামীণ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা: পল্লী উন্নয়নে অগ্রাধিকার, মৌলিক চাহিদা পূরণ এবং অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ সুরক্ষা।
গণতান্ত্রিক শাসন ও দলীয় গঠন: বহুদলীয় রাজনৈতিক পরিসরে গণতান্ত্রিক পদ্ধতির চর্চা, পরিবারভিত্তিক নেতৃত্ব নিরুৎসাহিত করে দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা।
বিচার বিভাগের স্বাধীনতা: নির্বাহী বিভাগ থেকে বিচার ব্যবস্থার পূর্ণ স্বাতন্ত্র্য নিশ্চিত এবং বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার।
দুর্নীতি বিরোধী অবস্থান: দুর্নীতি নির্মূল করে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত, বিশেষ করে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে।
জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি: আন্তর্জাতিক বন্ধুত্ব, প্রীতি ও সমতার ভিত্তিতে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে ন্যায্য সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি।
আ-আম জনতা পার্টি তাদের আত্মপ্রকাশের মধ্য দিয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল, যারা দেশের রাজনীতিতে নতুন ধারা এবং সমাধানমুখী নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।।