
প্রিন্ট: ০৮ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
বিএনপি পরিকল্পিত মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৫৪ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে দলটিকে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। তিনি বলেছেন, বর্তমান সময়ে বিএনপির সবচেয়ে বেশি প্রয়োজন অনলাইন অ্যাকটিভিস্টদের সমর্থন ও সক্রিয়তা।
সোমবার (১৭ মার্চ) অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র গভীর হচ্ছে। আমাদের নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং সব ধরনের চক্রান্ত ব্যর্থ করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের বড় সংস্কারমূলক পদক্ষেপগুলোর বেশিরভাগই বিএনপির হাত ধরে এসেছে। দুই বছর আগেই আমরা সংস্কারের রূপরেখা দিয়েছিলাম, কারণ বিএনপির লক্ষ্য সবসময় দেশ ও জনগণের কল্যাণ।”
তারেক রহমান বিএনপির সমর্থকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, কারণ বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে।