Logo
Logo
×

রাজনীতি

নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা সরকারকে নিতে হবে : তারেক রহমান

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা সরকারকে নিতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি মা, বোন ও কন্যার নিরাপত্তা রক্ষা করা এখন সময়ের দাবি।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই বার্তা দেন।

তারেক রহমান বলেন, সম্প্রতি আট বছর বয়সী এক শিশুর ধর্ষণ ও নির্মম মৃত্যুর ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। বাংলাদেশে নারী ও শিশুদের কোনোভাবেই সহিংসতা, নিপীড়ন বা হয়রানির শিকার হওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, সমাজ হিসেবে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন, যাতে এ ধরনের ভয়াবহ অপরাধ বন্ধ করা যায়। প্রত্যেক নাগরিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

নারী ও শিশুদের সুরক্ষা দিতে বিএনপি দুটি বিশেষ সেল গঠন করেছে- ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নারী চিকিৎসকদের নিয়ে গঠিত ও বিশেষজ্ঞ নারী আইনজীবীদের সমন্বয়ে গঠিত, যারা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবেন।

তারেক রহমান ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন