নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা সরকারকে নিতে হবে : তারেক রহমান

যুগেরচিন্তা২৪ প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি মা, বোন ও কন্যার নিরাপত্তা রক্ষা করা এখন সময়ের দাবি।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই বার্তা দেন।
তারেক রহমান বলেন, সম্প্রতি আট বছর বয়সী এক শিশুর ধর্ষণ ও নির্মম মৃত্যুর ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। বাংলাদেশে নারী ও শিশুদের কোনোভাবেই সহিংসতা, নিপীড়ন বা হয়রানির শিকার হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, সমাজ হিসেবে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন, যাতে এ ধরনের ভয়াবহ অপরাধ বন্ধ করা যায়। প্রত্যেক নাগরিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
নারী ও শিশুদের সুরক্ষা দিতে বিএনপি দুটি বিশেষ সেল গঠন করেছে- ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নারী চিকিৎসকদের নিয়ে গঠিত ও বিশেষজ্ঞ নারী আইনজীবীদের সমন্বয়ে গঠিত, যারা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবেন।
তারেক রহমান ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন।