Logo
Logo
×

রাজনীতি

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন সম্ভব নয় : রিজভী

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন সম্ভব নয় : রিজভী

ছবি : সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইন সংস্কার বা বাস্তবায়নের জন্য আগে একটি নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া এটি সম্ভব নয়। এজন্য আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। তিনি বলেন, বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কী করে?

শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজারে ভুবনমোহন পার্কে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।  

রিজভী অভিযোগ করেন, দেশের গণতন্ত্র এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী আচরণ করছে না, বরং ক্ষমতাসীনদের ইচ্ছেমতো চলছে। তিনি প্রশ্ন করেন, নির্বাচন কমিশন কেন গড়িমসি করছে এবং জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে কেন।

তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখে এবং আশা করে তারা জনগণের সঙ্গে ন্যায়সংগত আচরণ করবে। তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারকে আন্তর্জাতিকভাবে সম্মানিত উল্লেখ করে বলেন, তার কাছ থেকে বেআইনি আচরণ প্রত্যাশিত নয়।

বর্তমান নির্বাচন ব্যবস্থার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ১৫ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে হয়েছে, ব্যালট বাক্স আগেই ভর্তি করা হয়েছে।" তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব।

তিনি আরও বলেন, কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলছেন, যা বিভ্রান্তিকর। গণপরিষদ সাধারণত তখন হয় যখন কোনো দেশে সংবিধান বা আইনগত কাঠামো থাকে না, যা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন