দেশের ভিতর ও বাইরে থেকে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, দেশের ভিতর ও বাইরে থেকে এক শ্রেণির মানুষ বিএনপির সঙ্গে আলেম-ওলামাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, এই বিভেদ সৃষ্টি করার মাধ্যমে বিদেশি শক্তি দেশের মধ্যে প্রবেশ করে দেশের উন্নয়নকে ধ্বংস করতে পারে।
রোববার (০২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রথম রোজায় এতিম, আলেম-ওলামা এবং মাশায়েখদের সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন মির্জা আব্বাস।
ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, রমজান আমাদের শেখায় কীভাবে সংযমী ও ধৈর্যশীল হতে হয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হয়। এছাড়া, তিনি আলেম-ওলামাদের কাছে অনুরোধ করেন, চিন্তা-ভাবনা করে দেখা যেতে পারে কিনা, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মানুষও একই দিনে রোজা এবং ঈদ পালন করতে পারে।
এসময় বিএনপির আরেক নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রমজান সকলের ভাগ্যে আসে না, এটি সৌভাগ্যশালী মানুষের জন্য। তিনি বলেন, রমজানের মৌলিক বিষয়গুলোর মধ্যে রয়েছে সত্য কথা বলা, নিরপেক্ষ থাকা এবং মানুষের পক্ষে কাজ করা।
মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে এবং এর মাধ্যমে একটি সংকট তৈরি করতে চাইছে কিছু মহল, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি বিশেষভাবে সতর্ক থাকতে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান।
এছাড়া, নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, যে নতুন দলটি এসেছে তাদের স্লোগান তিনি বুঝতে পারছেন না এবং মনে করছেন যে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি উছিলা খুঁজে বের করা হচ্ছে।
ইফতারে ফার্মগেট ইসলামিয়া মিশন মাদ্রাসা এবং শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন আলেম-ওলামা উপস্থিত ছিলেন।