
প্রিন্ট: ০৯ জুলাই ২০২৫, ১২:১৮ এএম
নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র আরও গভীর হবে : সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র আরও গভীর হবে। তাই ডিসেম্বরের মধ্যেই একটি স্পষ্ট ও কার্যকর নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, বিএনপি-ই সংস্কারের পথপ্রদর্শক। দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে, যা সরকারের নির্বাচন কমিশনের প্রস্তাবের সঙ্গে খুব বেশি ভিন্ন নয়। তবে তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে কূটকৌশল অবলম্বন করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণহত্যার ঘটনায় সরকার বা আওয়ামী লীগ এখনো অনুশোচনা প্রকাশ করেনি। বরং তাদের কথাবার্তা শুনে মনে হয়, অভ্যুত্থান দমনই যেন অপরাধ। এই পরিস্থিতি থেকে বের হতে হলে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন।
নিত্যপণ্যের চড়া দামের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য না আনতে পারলে, সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়াও কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।