Logo
Logo
×

রাজনীতি

হাসপাতাল থেকে ছেলের সঙ্গে বাসায় গেলেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:২০ এএম

হাসপাতাল থেকে ছেলের সঙ্গে বাসায় গেলেন খালেদা জিয়া

তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে রিলিজ পেয়েছেন। সেখানে ১৮ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায়) তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।

এর আগে তারেক রহমান বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর মাগফিরাতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া এখন তারেক রহমানের বাসায় থেকেই পরবর্তী চিকিৎসাসেবা গ্রহণ করবেন। বাসায় তার সঙ্গে ছেলের স্ত্রী ডা. জোবাইদা রহমান, পুত্রবধূ শর্মিলা রহমান এবং তিন নাতনি থাকবেন। চিকিৎসা চলবে যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, খালেদা জিয়া ছেলের বাসা থেকে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন। তারেক রহমান দেশবাসীর কাছে মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিক অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবে। এছাড়া মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরাও এই চিকিৎসা তত্ত্বাবধানে যুক্ত থাকবেন।

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে চিকিৎসা নিচ্ছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো একাধিক জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে, ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। তবে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর কোভিড মহামারির সময় সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিলেও বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে খালেদা জিয়া মুক্তি পান। এরপরই তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন