Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তী সরকারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফখরুলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

অন্তর্বর্তী সরকারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফখরুলের

ছবি : সংগৃহীত

কোনো কোনো ক্ষেত্রে বর্তমান সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত একট আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল এক সাক্ষাৎকারে আমি বলেছি—যদি অন্তবর্তীকালীন সরকার পক্ষপাতমুক্ত থাকতে না পারে, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার। আমাদের পর্যবেক্ষণ বলছে, বেশ কিছু বিষয়ে অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না।

এ সময়ে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি বর্তমানে দেশ যেসব সমস্যার মুখোমুখি; তা সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা উচিত সরকারের। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারই জনআকাঙ্ক্ষা ও মানুষকে দেওয়া অঙ্গীকার পূরণ করতে সক্ষম হবে।

কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই বিএনপি নির্বাচনের দাবি করছে না বলে জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, যদি নির্বাচন আয়োজনে অযাচিত সময়ক্ষেপণ করা হয়, তাহলে অশুভ শক্তি সেই সুযোগ কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করছি। তবে এখনই না, ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন চাচ্ছি।

পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ঐকমত্য হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবেশপথ।

‘সংস্কারের পরেই নির্বাচন হওয়া দরকার বলে মনে করে জনগণ। কিন্তু আমরা কী চার-পাঁচ বছর কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করব? নির্বাচন এমন দেরিতে হলে লোকজন ভোটাধিকার থেকে বঞ্চিত হবে,’ বলেন মির্জা ফখরুল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন