BETA VERSION শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৫ জুলাই ২০২৫, ০২:৪৬ এএম

Swapno

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল : রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল : রিজভী

রুহুল কবির রিজভী

শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় চরম ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান।

রিজভী বলেন, “আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি, এটি আনন্দ ও উচ্ছ্বাসের বিষয়। একসময় আমরা মধুর ক্যান্টিন থেকে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক করতাম। সেই দিনগুলো হারিয়ে গিয়েছিল। এমনকি আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সাহসও পেতাম না। মাঝেমধ্যে গেলে গাড়ির জানালাও নামিয়ে রাখতাম, যাতে কেউ চিনতে না পারে। শেখ হাসিনার শাসনামলে ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ফ্যাসিবাদী পরিবেশের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল।”

ছাত্র রাজনীতির ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো সবসময় স্বায়ত্তশাসনের অধিকার রক্ষা করেছে। একনায়ক শাসনকালে অনেক জায়গায় আন্দোলন হয়েছে। কিন্তু শেখ হাসিনার শাসনে সেই পরিবেশ ধ্বংস করে দেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “ইতোপূর্বে যারা দেশের অর্থ পাচার করেছে এবং অর্থনীতিকে হুন্ডি চক্রে আবদ্ধ করে রেখেছে, তাদের পুনরুত্থান ঠেকাতে হবে। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা-সমালোচনা থাকতে পারে। তবে ন্যূনতম ঐক্য অপরিহার্য। ঐক্য না থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে।”

রিজভী অভিযোগ করেন, “পাশের একটি দেশ ইতিমধ্যে ফ্যাসিবাদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। দিল্লি এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।”

রুহুল কবির রিজভী বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com