BETA VERSION শনিবার, ২৬ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • চাকরি
  • মিডিয়া

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ২৬ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম

Swapno

রাজনীতি

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান মির্জা ফখরুলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান মির্জা ফখরুলের

এবি পার্টির ১ম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা রুখতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। 

শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা নি:সংকোচে কথা বলতে পারছি, যা আমাদের একটি বড় অর্জন। এবি পার্টি এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশকে ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করেছি। এখন প্রয়োজন ধৈর্য ধরে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করা এবং তরুণদের সঙ্গে মিলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক এবং রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা সংস্কার চাই, তবে সেটা সঠিক পথে। ভুল পদক্ষেপে এই সম্ভাবনাকে নষ্ট করা যাবে না।

বিএনপি মহাসচিব জাতীয় ঐক্যবদ্ধ সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের পর আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই। রাজনৈতিক সমস্যা সমাধানে দলীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি। আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন, তারা এটা বোঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরও বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথাও বলেছি যে, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই। সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দিবেন।

বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে যাচ্ছি।

২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এলডিপি মহাসচিব রেদওয়ান আহম্মেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের আশরাফুল আকন্দ, শহীদ আবু সাঈদের পরিবার ও সাংবাদিক এম এ আজিজ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

এসময় প্রথমেই পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিএনপি মির্জা ফখরুল রাজনীতি অন্তর্বর্তী সরকার

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com