Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের ফিরে আসতে ৫০ বছর লাগবে : মামুনুল হক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ এএম

আওয়ামী লীগের ফিরে আসতে ৫০ বছর লাগবে : মামুনুল হক

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের ফিরে আসতে পঞ্চাশ বছর লাগবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে মাগুরা শহরের নোমানী ময়দানে দলীয় এক সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের এই করুণ দশার জন্য কোনো দল দায়ী নয়। এর জন্য একমাত্র দায়ী দলটির প্রধান শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন; যেখান থেকে উঠে আসতে ৫০ বছর লেগে যাবে।

তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার হত্যা, গুম, নির্যাতন করে এ দেশের মানুষের কণ্ঠ রোধ করেছিল। ফ্যাসিবাদী সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হয়। এইভাবে জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করেছে।

বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক বলেন, পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি করবেন না, নতুন বাংলাদেশে নিজেরা সংঘর্ষ করবেন না। করলে এসব অত্যাচারী আবারও শক্তি অর্জন করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন