
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

ফাইল ছবি
এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর অভিযোগে বরখাস্ত হওয়া চট্টগ্রামের তিন নেতার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করেছে বিএনপি।
বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক যুগ্ম-আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দলের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও এস এম মামুন মিয়াকে শোকজ করে জবাব দিতে ঢাকায় ডাকা হয়।
পরে গত ১ সেপ্টেম্বর রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তিন নেতার সদস্যপদ প্রত্যাহার করা হয় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।