Logo
Logo
×

রাজনীতি

আরো ২ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম

আরো ২ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা দুইটি মামলায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।  বৃহস্পতিবার  (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন এই দুইটি মামলা দায়ের করেছিলেন। মামলাগুলোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করা হয়। আদালতে মামলাদুটি দীর্ঘ সময় চলমান থাকার পর, ২০১৫ সালের একটি মামলা এবং ২০১৭ সালে অপর মামলাটি খারিজ করে দেওয়া হয়। 

তবে মামলাগুলো খারিজ হওয়ার পরও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। আজকের শুনানিতে, ময়মনসিংহ আদালত আসামির পক্ষে রিকল প্রদান করে তারেক রহমানকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অবমুক্তি দেন। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ সাংবাদিক ইউনিয়নের নেতারা আদালতে উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন