Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের অপেক্ষায় বিসিক শিল্প পার্কে জনতার ঢল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

তারেক রহমানের অপেক্ষায় বিসিক শিল্প পার্কে জনতার ঢল

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের সিরাজগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও এখনো তিনি সভাস্থলে এসে পৌঁছাননি।

দলীয় সূত্র জানা গেছে, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষ করে তিনি এখনো সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হননি। তবে নির্ধারিত সময়ের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিও ক্রমেই বাড়ছে।

বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনো জনসভাস্থলে আসছেন। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করেই নেতাকর্মীদের ঢল নামছে জনসভাস্থলে, যেখানে নারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য।

এর আগে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এছাড়া সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন