ঐক্যবদ্ধভাবে কাজ না করলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ না করলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূল করা হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ১২টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, এ নির্বাচন নিশ্চিত করবে আগামীদিনে দেশের মানুষের জবাবদিহিতামূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান ও অনুরোধ থাকবে, নির্বাচনটির বিষয়ে আমাদেরকে সিরিয়াস থাকবে হবে। দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিক নিদের্শনা দেবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে শুধু বগুড়া নয়, সমগ্র বাংলাদেশ বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনা করার সুযোগ দেয় তাহলে শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা চিন্তা করব। বগুড়াকে যেমন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে সমগ্র দেশকে সমানভাবে এগিয়ে নিয়ে যাব।
জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন বগুড়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও দলটির জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।
এর আগে দেশের উত্তরাঞ্চল সফরের প্রথম দিন রাজশাহী ও নওগাঁ জেলা সফর শেষে রাত ১১টা ৫০ মিনিটে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।



