নাগরিক ঐক্যের পক্ষের লোকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ মান্নার
বগুড়া অফিস
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের কেটলি মার্কার পক্ষে কাজ করা নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক ও বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমার পক্ষে যারা মাঠে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পর শিবগঞ্জ উপজেলায় মামলা বাণিজ্য শুরু হয়েছে, যা এখনো চলছে।
মান্না আরও বলেন, বিভিন্ন এলাকায় শক্তি প্রদর্শনের চেষ্টা চলছে। নারী কর্মীদের ভয় দেখানো হচ্ছে, ব্যবসায়ীদেরও হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি নিজেও উদ্বিগ্ন উল্লেখ করে বলেন, পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছি।
তিনি আরও বলেন, আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে মানুষ ভয়মুক্ত পরিবেশে, খুশিমনে ভোট দিতে পারবে। এজন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন নাগরিক ঐক্যের এ নেতা।



