Logo
Logo
×

রাজনীতি

১২ ফেব্রুয়ারি সবাই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন : তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

১২ ফেব্রুয়ারি সবাই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন : তারেক রহমান

ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। ওইদিন সবাই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন। যাতে সারা দেশে ধানের শীষ জয়যুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আল্লাহ কাছে রহমত চেয়ে তারপরে এলাকার মানুষদেরকে নিয়ে মুসলমান হলে ভোট কেন্দ্রের পাশের মসজিদে নামাজ পড়বেন। অন্য ধর্মের মানুষরা তারা ভোরবেলা যেই ধর্মীয় আচার অনুষ্ঠান করে সেটা তারা পালন করবেন। পরে ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়াবেন। ভোট দেওয়া শুরু হলে সাথে সাথে ভোট দেবেন ইনশাল্লাহ। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে হবে না, সেখানে থাকতে হবে।

তারেক রহমান বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই।

তিনি বলেন, পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগুনো যায় না, এজন্যই ফ্যামিলি কার্ড।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। এতদিন জনগণের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি সেই অধিকার প্রয়োগের দিন।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা হলেন— ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ আসনের এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ আসনের আখতারুল আলম, ময়মনসিংহ-৭ আসনের মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ আসনের মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহমেদ।

জামালপুরের প্রার্থীরা হলেন—জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার এবং জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

নেত্রকোনার প্রার্থীরা হলেন—নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনের আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ আসনের লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা-৫ আসনের আবু তাহের তালুকদার।

শেরপুরের প্রার্থীরা হলেন—শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করছেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন