Logo
Logo
×

রাজনীতি

শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মাহমুদুর রহমান মান্নার প্রচারণা শুরু

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মাহমুদুর রহমান মান্নার প্রচারণা শুরু

কোনো জোট বা আনুষ্ঠানিক আসন সমঝোতা না থাকলেও ভোটে জয়ের আশা থেকেই সব ধরনের বাধা পেরিয়ে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে বগুড়া-২ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘স্বৈরাচার সরকার পতনের আগে আমাদের জোট ছিল। এখন যা রয়েছে, তা কেবল নির্বাচনী সমঝোতা। বগুড়া-২ আসন নিয়ে আমার সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি। অনেক লড়াই করে আমি এই প্রার্থিতা পেয়েছি। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে আগে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে নিজেদের প্রার্থী না দিয়ে মান্নাকে সমর্থনের ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে পরবর্তীতে কোনো আনুষ্ঠানিক পাল্টা ঘোষণা ছাড়াই বিএনপি দলীয় মনোনয়ন দেয় শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা মীর শাহে আলমকে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল নাগরিক ঐক্য। সে নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্য পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকে অংশ নেয়। এর মধ্যে বগুড়া-২ আসনও ছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে মাহমুদুর রহমান মান্না কেতলি প্রতীক নিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসন সমঝোতার সমীকরণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, বগুড়া-২ আসনে নিয়মিত নির্বাচনী প্রচারণার পাশাপাশি আগামী ২৮ জানুয়ারি শিবগঞ্জ উপজেলায় একটি জনসভার আয়োজন করেছে নাগরিক ঐক্য।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন