ছবি : সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতি দমন করার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে— মানুষের নিরাপত্তা ও দুর্নীতি নিয়ন্ত্রণ। তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছিল এবং দলের কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হয়নি। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা পেলে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অতীতে প্রমাণ করেছে যে একমাত্র তাদের পক্ষেই দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব। ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার। তিনি আরও বলেন, দুর্নীতি যেই করুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো পরিচয় থাকবে না, আইনই হবে চূড়ান্ত বিচারক।
চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এখান থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এখানেই তিনি শহীদ হয়েছিলেন এবং এখান থেকেই দেশনেত্রী খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধি পেয়েছিলেন। চট্টগ্রামের সঙ্গে তার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন। বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার ফিরিয়ে দিতে ছাত্র-জনতা আন্দোলন করেছে।



