ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ ভিত্তিহীন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের আইডি ও বিকাশ নম্বর সংগ্রহের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার পঞ্চগড়ের উদ্দেশে রওনা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াত কখনো মানুষ কেনার রাজনীতি করে না; বরং মানুষের জীবন ও মর্যাদার প্রতি সম্মান দেখায়। যারা নিজেরাই বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে, তারাই এখন দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের অপপ্রচারে এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার বলে জানান জামায়াত আমির।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে সব পক্ষের ঐক্যবদ্ধ থাকা জরুরি। পাশাপাশি পরস্পরের প্রতি আক্রমণ না করে নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। জনগণ যাদের ভোট দিয়ে গ্রহণ করবে, তাদের প্রতি সকলেরই সম্মান দেখানো উচিত বলে মত দেন ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল ভিন্ন কৌশলে প্রভাবিত করার যেকোনো অসৎ প্রচেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রের কোনো পর্যায়ের কেউ যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকে, সে বিষয়েও সতর্কতা থাকা প্রয়োজন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ইতোমধ্যে ব্যালট পাঠানো শুরু হলেও অনেক এলাকায় এখনো তা পৌঁছেনি। সময় ঘনিয়ে আসায় নির্বাচন কমিশনের দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালটগুলো ভোট দিয়ে ফেরত পাঠানো সম্ভব হয়।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ভোটাধিকার সঠিকভাবে প্রতিষ্ঠার এটি একটি গুরুত্বপূর্ণ সময়। যে দল বা প্রার্থীকে পছন্দ করেন, নির্ভয়ে তাকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি ভোটই যে কোনো আসনের ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
নির্বাচনী সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার বাইরে সফরের মধ্য দিয়ে দলের মূল নির্বাচনী কার্যক্রম শুরু হচ্ছে। প্রতিটি এলাকার মানুষের চাহিদা ও বাস্তবতা বোঝার চেষ্টা করা হবে। মিথ্যা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবসম্মত ও ইনসাফভিত্তিক উন্নয়নের মাধ্যমে জনগণের সমস্যার সমাধানে জামায়াত কাজ করবে বলে জানান তিনি।



