এবারের নির্বাচন দেশের ক্ষমতার কাঠামো বদলানোর নির্বাচন: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের জাতীয় নির্বাচন কেবল সরকার পরিবর্তনের জন্য নয়; বরং দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর দেশের ক্ষমতার কাঠামো সংস্কারের নির্বাচন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জনগণ জীবন দিয়েছে শুধু এক শাসককে সরিয়ে আরেক শাসক আনার জন্য নয়। এবারের নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করবে।
গণমিছিলে তিনি স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। বলেন, ঢাকা-১১ আসনে দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা নাগরিক সমস্যা বিদ্যমান। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি চাঁদাবাজি নির্মূলের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।



