সব ধর্ম-বর্ণের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবেন: আজহারুল ইসলাম
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
ছবি : সংগৃহীত
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমি জামায়াতে ইসলামী ও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী। সব ধর্ম ও বর্ণের মানুষ মতভেদ ভুলে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। ভোটকে আমানত মনে করে দৃঢ়চিত্তে পাহারাদারের ভূমিকা সবাই পালন করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে তারাগঞ্জ বাজারে এক নির্বাচনি মিছিলে তিনি এসব কথা বলেন।
ওই মিছিল দিয়েই নির্বাচনি প্রচারণা শুরু করেছেন এটিএম আজহারুল ইসলাম।
মিছিলটি তারাগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



