নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে ছাত্রদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
ছবি : সংগৃহীত
ব্যালট পেপারে অনিয়ম এবং বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে সকাল ১১টা থেকে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইসির সামনে জড়ো হতে থাকেন। পরে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
ছাত্রদল যে তিন অভিযোগে এ কর্মসূচি চালাচ্ছে, সেগুলো হলো—
- পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে ইসির পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।
- বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী পদক্ষেপ গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে ইসির নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।



