Logo
Logo
×

রাজনীতি

জুলাই যোদ্ধাদের জন্য পৃথক বিভাগ গড়ার ঘোষণা তারেক রহমানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

জুলাই যোদ্ধাদের জন্য পৃথক বিভাগ গড়ার ঘোষণা তারেক রহমানের

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হবে, যা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের দায়িত্ব পালন করবে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে ভবিষ্যতেও শোক সমাবেশ লিখতে হবে। তাই আর শোক নয়, গণতন্ত্রের বিজয়গাথা রচনা করতে হবে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা মুক্তিযোদ্ধার মর্যাদা রাখেন, যেমন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করেছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ থাকবে। হারানো স্বজন ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট লাঘবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা হবে।

তারেক রহমান জানান, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত হয়েছেন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এ হত্যাকাণ্ডকে তিনি গণহত্যা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি ছিল সাধারণ মানুষের গণআন্দোলন, যার লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষে তিনি শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন