Logo
Logo
×

রাজনীতি

স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম

স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত একটি ছবিতে ড. মুহাম্মদ ইউনূসের বাঁ পাশে তার কন্যা দিনা আফরোজ এবং ডান পাশে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে দেখা যায়। বাকি দুটি ছবিতে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মুহূর্ত তুলে ধরা হয়েছে।

সেদিন সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে তারেক রহমান সপরিবারে যমুনায় পৌঁছান। প্রায় পৌনে দুই ঘণ্টার সাক্ষাৎ শেষে রাত ৯টা ১১ মিনিটের দিকে তারা যমুনা ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর জানানো হয়েছিল, প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এর আগে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জোরালো দাবি জানালেও গত বছরের ৬ জুন, কোরবানির ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি হিসেবে এপ্রিলের প্রথমার্ধের কথা জানান।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে প্রায় দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। দেশে ফিরে বিমানবন্দরে নামার পর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য ফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। এরপর ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ড. ইউনূস ও তারেক রহমানের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।

তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাৎের ঘটনা হিসেবে এটিই ছিল তারেক রহমানের প্রথম বৈঠক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন