Logo
Logo
×

রাজনীতি

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন