Logo
Logo
×

রাজনীতি

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দুই সপ্তাহ বাদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানস্থলে এসে তারেক রহমান সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক বছর ধরে সংগত কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সরাসরি দেখা সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময় হয়নি। এজন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

তাসক্রীণে উল্লেখযোগ্য, ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর ১০ দিনের মাথায় শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এরপরপরই শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন