Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: মির্জা ফখরুল

বেশ কঠিন সময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমগ্র দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছেন। তার মতে, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে গোটা জাতির মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দূরে থেকেও তারেক রহমান ডিজিটালি যে কথাগুলো জাতির সামনে তুলে ধরেছেন, তাতে মানুষ অনেক বেশি আশান্বিত হয়েছে। আমরা আশান্বিত হয়েছি, কারণ এবার সত্যিকার অর্থেই একটি উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হতে পারে।’

এ সময় মির্জা ফখরুল সাংবাদিক নেতাদের উদ্দেশে মন খুলে কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ আমি কথা বলতে আসিনি। আজ আমাদের চেয়ারম্যান তারেক রহমানই কথা বলবেন, আমরা শুনব। ঠান্ডা লাগার কারণে তার কণ্ঠে কিছুটা সমস্যা আছে, তবুও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে খুবই আগ্রহী।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন