খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় তিনি শোক বইতে বার্তা লিখে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সফর করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই সফরটি কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছিল এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ঘনিষ্ঠতার প্রতিফলন হিসেবে দেখা হয়েছিল।



