Logo
Logo
×

রাজনীতি

দেশের মানুষের উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

দেশের মানুষের উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি: তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মায়ের প্রতি শ্রদ্ধা ও মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান লিখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি মাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তবে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তিনি উল্লেখ করেন, লক্ষ লক্ষ মানুষ যেভাবে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে, তা তাকে মনে করিয়ে দিয়েছে— খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, বরং সমগ্র জাতির মা ছিলেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং বিভিন্ন দেশের সমবেদনা তার হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে বলেও জানান তিনি।

স্ট্যাটাসে তারেক রহমান আরও লিখেন, শোকের এই মুহূর্তে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছেন। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হয়েছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।

তিনি বলেন, তার মা সারাজীবন মানুষের সেবা করেছেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি এখন গভীরভাবে অনুভব করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে মায়ের পথচলা থেমে গেছে, সেখান থেকে তিনি সেই যাত্রাকে এগিয়ে নেবেন।

শেষে তিনি আল্লাহর কাছে মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং উল্লেখ করেন, খালেদা জিয়ার ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন