Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনে অংশ নেবেন না মাহফুজ আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

নির্বাচনে অংশ নেবেন না মাহফুজ আলম

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে মাহবুব আলম জানান, তার ভাই এ ঘটনায় বিব্রত হয়েছেন। আবেগতাড়িত হয়ে কেউ একজন তার সম্মতি ছাড়াই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি মনোনয়ন জমা দেবেন না এবং প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন না। একই আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহবুব আলম।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তপশিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন