নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আশা করা হচ্ছে দুপুরের পর তারেক রহমান নয়াপল্টনের কার্যালয়ে উপস্থিত হবেন।



