হাদি হত্যার বিচারের দাবিতে আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আজ রোববার দেশের আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। বেলা ২টা থেকে এই কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চ জানায়, রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ঢাকাসহ আট বিভাগে একযোগে অবরোধ কর্মসূচি পালিত হবে।
সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে বলেন, ওসমান হাদির খুনিদের জনতার সামনে না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা আন্দোলন ছোট করব না, বরং আন্দোলন আরও বিস্তৃত করব।
এর আগে শনিবার রাতে শাহবাগে বিক্ষোভকারীদের সামনে উপস্থিত হয়ে দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শহীদ হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট ৭ জানুয়ারির পর দাখিল করা হবে।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, আমি হাদিকে আমার ভাই মনে করতাম, এখনো করি। যার জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন, তার হত্যার বিচার করা রাষ্ট্রের জন্য একটি জাতীয় দায়িত্ব।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো এখানে বসে নেই, কিন্তু সরকার শহীদ হাদির হত্যাকারী এবং পেছনে থাকা সব ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিশু আছিয়া হত্যার উদাহরণ টেনে উপদেষ্টা বলেন, ওই ঘটনায় ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। একইভাবে আমরা চাই, হাদি হত্যার চার্জশিট যেন নিখুঁত ও ফাঁকফোকরমুক্ত হয়। সব প্রস্তুতি শেষ করে ৭ জানুয়ারির পর দ্রুততম সময়ের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, অপরাধীরা পালিয়ে গেলেও তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকারের আন্তরিক চেষ্টা থাকবে। অন্তর্বর্তী সরকারের সময়েই এই হত্যার বিচার সম্পন্ন করা হবে।
এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত চলছে। পুলিশ, বিজিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থা এই ঘটনার পেছনে কারা আছে, তা উদ্ঘাটনে কাজ করছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়।
তিনি জানান, এ পর্যন্ত এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে। রোববার আরও বিস্তারিত তথ্য মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।
তথ্য উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের আশ্বাসের পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহবাগ ত্যাগ করেন বিক্ষোভকারীরা। তবে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আজ রোববার বেলা ২টা থেকে তারা আবারও শাহবাগসহ বিভিন্ন স্থানে অবস্থান নেবে।



