Logo
Logo
×

রাজনীতি

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

জামায়াতে যোগ দিলেন শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতের বসুন্দরার কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস‍্য ফরম পূরণ করে জামায়াতে যুক্ত হন তিনি।

জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর আগে তিনি ২০২৩ সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ২০২২ সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ২০২১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০২০ সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বির্তকবিষয়ক সম্পাদক, জুলাই ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। ফেনির আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি) ও মফিজিয়া হায়দারিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল (এসএসসি) পাস করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন