ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শায়িত শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছান তারেক রহমান। এরপর ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচির মধ্যে আরও রয়েছে—আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করা ও ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা।
সেখান থেকে তার জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা ছিল। তবে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কারণ, সেখানে বর্তমানে আহত কোনো জুলাই যোদ্ধা চিকিৎসাধীন নেই।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে তারা পরিবেশ মুখর করে তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রহমান বলেন, আমাদের নেতা আজ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ক্যাম্পাসে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা ইসরাফিল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কবর জিয়ারত আমাদের জন্য আবেগ ও গর্বের বিষয়। শহীদ হাদি শুধু একটি নাম নয়, তিনি গণতন্ত্র ও ছাত্ররাজনীতির আত্মত্যাগের প্রতীক। এই শ্রদ্ধা নিবেদন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতারই প্রকাশ।
অন্যদিকে, তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা শাহবাগ মোড় থেকে সরে ডান পাশে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। বার্তায় আরও বলা হয়, দুপুর ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে এবং বিচার আদায়ের দাবিতে সারা দেশের মানুষকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।



