Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকে সুসংহত করবে: নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকে সুসংহত করবে: নাহিদ

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম লিখেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ সময় নির্বাসিত ছিলেন। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তারা দেশে ফিরতে পেরেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতাকে ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে না হয়। বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছে জাতি, যেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য।

তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রকে আরও সুসংহত করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তার অংশগ্রহণ ফলপ্রসূ হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন