Logo
Logo
×

রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ, বিএনপির প্রতি সমর্থন ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ, বিএনপির প্রতি সমর্থন ঘোষণা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। তিনি এনসিপির সকল পদ ও দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে বিএনপির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন আরশাদুল হক। তিনি লিখেছেন, আমি এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির হয়ে নির্বাচন করব না। আজকের দিনে ঘোষণা করছি, যেদিন দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুস্বাগতম।

আরশাদ আরও উল্লেখ করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় এনসিপি ব্যর্থ হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। দলের অনেক নেতা ভুল পথে রয়েছেন, তাই আমি সেই পথে চলতে পারি না। তবে ব্যক্তিগত সম্পর্ক বজায় থাকবে।

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিখেছেন, ১৪০০-এরও বেশি শহীদ, হাজার হাজার আহত এবং এত আত্মত্যাগের পরও শান্তিপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ এখনও গড়ে উঠেনি। এনসিপি অস্থিরতা সৃষ্টি করছে, ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরি হচ্ছে এবং স্বার্থসিদ্ধির জন্য দেশের ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি গণতন্ত্রের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা। প্রয়োজন নতুন, প্রগ্রেসিভ নেতৃত্ব, সংগঠিত দল ও সচেতন উদ্যোগ।

আরশাদ লিখেছেন, ছাত্রজীবন থেকে দেশের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় যুক্ত ছিলাম। বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের জয় ছাড়া বিকল্প নেই। তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে স্পষ্ট ভিশন উপস্থাপন করছেন। এই স্মার্ট অ্যাপ্রোচ আমাকে আকৃষ্ট করেছে। তরুণদের উচিত পপুলিজমে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থ ও কল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশনে সমর্থন দেওয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন