গুলশানের বাসায় পৌঁছেছেন জুবাইদা রহমান ও কন্যা জাইমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান তাদের গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা গুলশানের উদ্দেশে রওনা হন।
দুপুর সোয়া ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। বিমানবন্দরে নেমে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পর তারা লাল-সবুজ রঙের বাসে চড়ে সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হন।
জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে বিমানবন্দর থেকে পুলিশ ও সিএসএফ প্রটোকলের নিরাপত্তা সঙ্গী প্রদান করা হয়, এবং সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছানো হয়।



